ফ্রিহ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল
৩ সপ্তাহ
এই ইনফরমেশন শিটটি পড়ার পর আপনি ফ্রিহ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সনাক্তকরণে সক্ষম হবেন।
অকুপেশন
ফ্রিহ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল
শিখন উদ্দেশ্য
এই ইনফরমেশন শিটটি পড়ার পর আপনি ফ্রিহ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সনাক্তকরণে সক্ষম হবেন।
কাঁচামাল
ফ্রিহ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে কাঁচামাল হিসেবে ক্লে (ঈষধু) ব্যবহৃত হয়। ঈষধু এর অভিধানিক অর্থ কাঁদামাটি। কাঁদামাটি আঠালতা গুনসম্পন্ন হওয়ায় এর সাহায্যে সিরামিকের দ্রব্যাদি যে কোন আকৃতি প্রদান করা যায়। শুষ্ক অবস্থায় ইহা যথেষ্ট শুষ্কশক্তি (ফৎু ংঃৎবহমঃয) সম্পন্ন হয়। ফলে দ্রব্যকে আকৃতি দেওয়ার পর কোন রূপ ক্ষতি ছাড়াই নাড়াচাড়া করা যায়।
আগ্নেয় শীলা (গ্রানাইট) বায়ু, পানি ও ভূ- আলোড়নের ফলে এবং তাপ ও চাপের ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে পরিবর্তনের মাধ্যমে ক্লে উৎপন্ন হয়। একে কেওলিনাইজেশন বলে। ক্লের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, তবে অন্যান্য উপাদন আয়রণ এবং ক্ষারীয় উপাদান (যেমনঃ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম অক্সাইড ইত্যাদি) বিদ্যমান থাকে। ক্লেতে অপদ্রব্য হিসাবে আয়রণ, টিটেনিয়াম, সালফার, কার্বন এবং বিভিন্ন ক্ষার জাতীয় পদার্থ উপস্থিত থাকে।
অ্যালুমিনা ও সিলিকা রাসায়নিক সংযুক্ত পানির সাথে মিশ্রিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে ক্লে বলে।
ক্লের সংকেত ঃ অষ২ঙ৩.২ঝরঙ২. ২ঐ২ঙ
সম্পন্ন হয়েছে