কাঁচামাল প্রস্তুতকরণ
৫ সপ্তাহ

এই মডিউল প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে। এই কার্যক্রমগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। কাঁচামাল প্রস্তুতকরন (সিরামিক পণ্য উৎপাদনে ম্যাটেরিয়াল সনাক্তকরণ) একটি অন্যতম সক্ষমতা। এই সক্ষমতাটি এনটিভিকিউএফ লেভেল-১ পেশার মেশিন চালানোর প্রয়োজন। এই পেশার একজন মিডিয়াম পর্যায়ের দক্ষ কর্মীর জন্য যে জ্ঞান, দক্ষতা ও আচরণ প্রয়োজন তা এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই মডিউলে বর্ণিত শিখনফল অর্জনের জন্য আপনাকে কতকগুলো ধারাবাহিকভাবে শিখন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এইসব কর্মকান্ড একটি নির্দিষ্ট শ্রেণিকক্ষে বা ওয়ার্কসপেও সম্পন্ন করা যেতে পারে। নির্দিষ্ট কর্ম প্রক্রিয়ার সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য শিক্ষণীয় বিষয়ও কর্মীদেরকে আয়ত্ব করতে হবে।

শিক্ষা কার্যক্রমের ধারা জানার জন্য মডিউলে বর্ণিত “শিখন কার্যক্রম” অংশটি অনুসরণ করুন। ধারাবাহিকভাবে জানার জন্য সূচিপত্রে ইনফরমেশন শীট, কার্যসম্পাদন সিট, শিখন কার্যক্রম, শিখনফল, সেলফ চেক এবং উত্তরপত্রে পৃষ্ঠা নম্বর ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট পাঠের সাথে সঠিক সহায়ক উপাদান সম্পর্কে জানার জন্য শিখন কার্যক্রম অংশটি দেখতে হবে। এই শিখন কার্যক্রম অংশ আপনার সক্ষমতা অর্জনের জন্য রোড ম্যাপ হিসেবে কাজ করবে।

ইনফরমেশন শীটটি পড়–ন। এতে কাজ সম্পর্কে এবং সুনির্দিষ্টভাবে কাজ করার সম্যক ধারণা পাওয়া যাবে। ইনফরমেশন শীটটি পড়া শেষ করে “সেলফ চেক সিট” -এ উল্লিখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করুন। শিখন গাইডের ইনফরমেশন সিট অনুসরন ‘সেলফ চেক’ করুন। একজন কর্মী কীভাবে কাজের ক্ষেত্রে উন্নতি লাভ করেছে সেটি জানতে ‘সেলফ চেক’ আপনাকে সহযোগিতা করবে। ‘সেলফ চেক’ কতটা সঠিক হয়েছে তা জানার জন্য উত্তরপত্র দেখুন।

কার্যসম্পাদন সিট এ নির্দেশিত উপায়ে যাবতীয় কর্মসম্পাদন করুন। এখানেই আপনি নতুন সক্ষমতা অর্জনের  পথে আপনার নতুন জ্ঞান কাজে  লাগাতে পারবেন।

এই মডিউল অনুযায়ী কাজ করার সময় নিরাপত্তা বিষয়টি সম্পর্কে সব সময় সচেতন থাকবেন। কোনো বিষয়ে জানার থাকলে ফ্যাসিলিটেটর অথবা সংশ্লিষ্ট ব্যক্তি কে প্রশ্ন করতে সংকোচ করবেন না। 

এই শিখন গাইডে নির্দেশিত সব কাজ শেষ করার পর অর্জিত সক্ষমতা অ্যাসেস করা হবে যে,আপনি পরবর্তী মূল্যায়নের জন্য কতটুকু উপযুক্ত।  এই তথ্যটি কেবলমাত্র আপনার নিজের জন্য। এটি কোনো দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নয়।

অকুপেশন

মডিউলের বর্ণনা  

এই মডিউলে সিরামিক শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল প্রস্তÍুতকরন করনের জন্য ইন্ডাষ্ট্রিয়াল স্বীকৃত প্রয়োজনীয়  জ্ঞান, দক্ষতা এবং আচরণ এর সমন্বয় ঘটিয়ে কাঁচামাল নির্বাচন করন, স্টোন ম্যাটেরিয়ালস ধৌতকরন এবং ক্লে ম্যাটেরিয়ালস ধৌতকরন করনের পর উহা গুদামজাত সম্পর্কে বলা হয়েছে। এটি আপনাকে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল প্রস্তÍুতকরন করনের জন্য বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে জানতে সহায়তা করবে। এটি আপনাকে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল প্রস্তÍুতকরন করনের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের অপদ্রব্য, ওয়াশিং ট্যাক্সক, যন্ত্রপাতি, ব্লাηার এবং নির্দিষ্ট কাঁচামাল নির্দিষ্ট গুদাম ঘরে রাখতে সহায়তা করবে। এটি আপনাকে সিরামিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত নির্দিষ্ট  কাঁচামাল নির্দিষ্ট কার্য সম্পাদন করে নির্দিষ্ট স্থানে সংগ্রহ  করতে সহায়তা করবে।  

নূন্যতম সময়কাল : ৯০ ঘন্টা

শিখনফল ঃ 

এই মডিউল হতে শিক্ষার্থীরা নি¤েœাক্ত শিখনফল জানতে পারবেন।

- বিভিন্ন ধরনের কাঁচামাল প্রস্তÍুতকরন করতে পারবেন।

ক্রাসিং যোগ্য কাঁচামাল সনাক্ত করতে পারবেন। 

ক্লে জাতীয় কাঁচামাল সনাক্ত করতে পারবেন। 

ইন্ডাষ্ট্রিয়াল স্বীকৃত অনুযায়ী স্টোন ম্যাটেরিয়ালস ও ক্লে ম্যাটেরিয়ালস ধৌতকরন করতে পারবেন।      

ইন্ডাষ্ট্রিয়াল স্বীকৃত অনুযায়ী কাঁচামাল গুদামজাত করতে পারবেন।